নয়াদিল্লি: উত্তরপ্রদেশে ২০১২ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার বিজেপি-র প্রাপ্ত ভোট দ্বিগুণেরও বেশি বাড়ল। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি-র ভোট কিছুটা কমেছে। ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি-র প্রাপ্ত ভোট ছিল ৪২.৬ শতাংশ। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৫ শতাংশ ভোট। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রাপ্ত ভোট প্রায় ৪২ শতাংশ।
উত্তরপ্রদেশের মতোই পাশের রাজ্য উত্তরাখণ্ডেও গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি-র ভোট কমেছে। ২০১৪ সালে উত্তরাখণ্ডে বিজেপি পেয়েছিল ৫৬ শতাংশ ভোট। এবার সেই ভোট প্রায় ১০ শতাংশ কমে গিয়েছে।
পঞ্জাব, গোয়াতেও ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি-র প্রাপ্ত ভোট কমেছে। তবে মণিপুরে আবার বিজেপি-র ভোট বেড়েছে।
উত্তরপ্রদেশে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার বিজেপি-র তিন প্রধান প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসের ভোট কমেছে। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এই তিন দলের প্রাপ্ত ভোটের হেরফের হয়নি।
উত্তরপ্রদেশে ২০১৪ সালের থেকে ভোট কমল বিজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
11 Mar 2017 08:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -