লখনউ: দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ হাতে পেয়ে মুলায়ম ঘনিষ্ঠদের ডানা ছাঁটছেন অখিলেশ সিংহ যাদব? সমাজবাদী পার্টি (সপা) উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রচারের জন্য ৪০ জনের তারকা বক্তার যে তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে, তাতে নেই কাকা শিবপাল যাদব। দিল্লিতে তালিকাটি আজ কমিশনের কাছে পাঠান সপা জাতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। তাতে মুলায়ম, অখিলেশ ও আরও ৩৮ জনের নাম থাকলেও কোনও উল্লেখই নেই অখিলেশের কাকা শিবপালের। ৪০ জনের প্রচারকারীর তালিকায় অখিলেশ রেখেছেন কিরণময় নন্দ, আজম খান, রামগোপাল যাদব, জয়া বচ্চনকেও।


রাজনৈতিক মহলের ধারণা, সপা-র নেতৃত্ব ঘিরে অখিলেশের সঙ্গে লড়াইয়ে আগাগোড়া মুলায়মের সঙ্গে থাকায় তাঁকে প্রচারে কোনও জায়গাই না দিয়ে স্পষ্ট বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ঘটনাচক্রে, অখিলেশ ২২ জানুয়ারি যখন সপার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন, তখনও দেখা যায়নি শিবপালকে। ট্রাফিক বিভ্রাটে আটকে পড়ার কারণ দেখিয়ে সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মুলায়মও, যদিও তিনি পরে দলীয় কার্যালয়ে হাজির হন। কিন্তু কোথাওই ছিলেন না শিবপাল।

প্রসঙ্গত, শিবপালকে সপা প্রার্থী করেছে যাদব কূলের দূর্গ এটাওয়ার যশবন্ত নগর থেকে। অর্থাত তাঁকে শুধু ভোটের টিকিট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে অখিলেশ জমানায়।