গোরক্ষপুর: শিশুমৃত্যুর জন্য কুখ্যাত হয়ে ওঠা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ ফের খবরের শিরোনামে। এই হাসপাতালে এবার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ১৫ বছরের ওই মেয়েটি জানিয়েছে, তার বাড়ি বলরামপুরে। বাড়ির লোকজনের উপর রাগ করে সে ট্রেন ধরে লখনউয়ে আসে। স্টেশনে সোনালী নামে এক তরুণীর সঙ্গে তার আলাপ হয়। সোনালী নিজেকে নার্স বলে পরিচয় দিয়ে তাকে চাকরি দেবেন বলে হাসপাতালে নিয়ে যান। সেখানে ফোনে চার্জ দেওয়ার নাম করে ছাদে নিয়ে তাকে আফরোজের হাতে তুলে দেন সোনালী। মেয়েটির চিৎকার শুনে লোকজন ছুটে আসায় পালিয়ে যায় আফরোজ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। এখনও তার খোঁজ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবক গোরক্ষপুরের বাসিন্দা না অন্য জায়গা থেকে এখানে এসেছিল, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পলাতক অভিযুক্ত
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2018 11:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -