লখনউ: উত্তরপ্রদেশের ৩ কোটি ৪০ লাখ রেশন কার্ড বাতিল করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এই সব রেশন কার্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি ছিল। রাজ্য সরকার ঠিক করেছে, এই সব রেশন কার্ড বাতিল করে নতুন কার্ড ইস্যু করা হবে।

এবার স্মার্ট রেশন কার্ড ইস্যু করবে যোগী সরকার। এই কার্ডে চিপও থাকবে। তবে যতদিন না কার্ড ইস্যু হচ্ছে, ততদিন স্লিপ ব্যবহার করে কাজ চালানো যাবে।

উত্তরপ্রদেশে অখিলেশের ছবি সহ প্রায় ৩ কোটি ৪০ লাখ রেশন কার্ড ছাপা হয়েছে। এর মধ্যে ২ কোটি ৮০ লাখ কার্ড পৌঁছে গিয়েছে গ্রাহকদের কাছে। বাকি ৬০ লাখ রেশন কার্ড বিতরণ বন্ধ করে দিয়েছে সরকার।

জানা গিয়েছে, রেশন কার্ড এবার যুক্ত হবে আধার কার্ডের সঙ্গে, এতে থাকবে বারকোড। যাঁরা সংরক্ষণের সুবিধে পান, তাঁদের রেশন কার্ডে সংশ্লিষ্ট কোড নম্বর, পাড়া ও সিরিয়াল নম্বর সহ বেশ কিছু তথ্য থাকবে।