আগরা: উত্তরপ্রদেশের কনৌজের কাছে আজ ভোরে বাসের ধাক্কায় ৬ পড়ুয়া সহ সাতজনের মৃত্যু হল। গুরুতর জখম আরও ২ পড়ুয়া। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ারা সন্ত কবীর নগরের প্রভাদেবী স্নাতকোত্তর কলেজে পড়তেন। ৬ পড়ুয়ার পাশাপাশি তাঁদের এক শিক্ষকেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তাঁরা হরিদ্বারে যাচ্ছিলেন। ভোর চারটে নাগাদ তাঁদের বাসের ডিজেল শেষ হয়ে যাওয়ায় অন্য একটি বাস থেকে ডিজেল ভরা হচ্ছিল, যাতে পেট্রোল পাম্প অবধি যেতে পারে বাসটি। সেই সময় বাস থেকে নেমে পড়ুয়া ও শিক্ষকরা আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়েছিলেন। তখনই তাঁদের ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকর্মীরা মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত ৬ পড়ুয়া সহ ৭
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2018 09:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -