মীরাট: উত্তরপ্রদেশের মীরাটে সিবিএসই অনুমোদিত একটি স্কুলের পড়ুয়াদের দেওয়া অদ্ভূত নির্দেশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কলে ২,৮০০ পড়ুয়া রয়েছে। স্কুলে ছাত্রদের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুল ছাঁটার ফরমান দেওয়া হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে দাড়ি না রাখার ফতোয়াও। কারণ হিসেবে বলা হয়েছে, এই স্কুল মাদ্রাসা নয়। সেইসঙ্গে আমিষ খাবার নিষিদ্ধ করা হয়েছে।
একইসঙ্গে 'লাভ জিহাদ' আটকানোর দাওয়াই হিসেবে ছাত্রছাত্রীদের পৃথকভাবে বসার বন্দোবস্ত করা হয়েছে। গতকাল কয়েকজন পড়ুয়া নির্দেশ মতো চুল না ছেঁটে আসায় তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই রিষভ অ্যাকাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে এই পুলিশগিরির ঘটনা প্রকাশ্যে আসে। যে পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, তাদের অভিভাবকরা স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্কুল কর্তৃপক্ষ আদিত্যনাথের মতো চুল ছাঁটার কোনও নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক রঞ্জিত জৈন বলেছেন, পড়ুয়াদের চুল ছোট করে ছেঁটে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কী ধরনের ছাঁট, তা বুঝতে না পারায় আদিত্যনাথের উদাহরণ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, পড়ুয়াদের দাড়ি না রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দাবি, এই স্কুল একটি জৈন ট্রাস্ট পরিচালিত স্কুল। তাই এখানে টিফিন হিসেবে আমিষ খাবার, এমনকি ডিমও নিষিদ্ধ। খাদ্য সংক্রান্ত নিয়ম পড়ুয়ারা ভাঙছে কিনা, তা জানতে আচমকা পরীক্ষাও চালানো হয়।
স্কুলে ছাত্র ও ছাত্রীদের পৃথক কক্ষে বসার ব্যবস্থা হয়েছে স্কুলে। এ ব্যাপারে জৈন 'লাভ জিহাদে'র প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই স্কুলে এ ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না।
যোগীর মতো চুল ছাঁটতে হবে, উত্তরপ্রদেশের স্কুলে পড়ুয়াদের নির্দেশ
ABP Ananda, web desk
Updated at:
28 Apr 2017 09:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -