নয়াদিল্লি: বুন্দেলখণ্ডে কেন্দ্রের পাঠানো জল ভর্তি ট্রেন ফিরিয়ে দিলেও খরাবিধ্বস্ত অঞ্চলে জল পৌঁছে দেওয়ার জন্য সেই কেন্দ্রের কাছ থেকেই ১১,০০০ কোটি টাকা দাবি করল উত্তরপ্রদেশ সরকার।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁদের মধ্যে এক ঘণ্টা বৈঠক হয়। খরা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উত্তরপ্রদেশ সরকারকে সবরকমভাবে সাহায্য করার কথাও জানান।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার খরা মোকাবিলায় সাহায্য চেয়ে দুদিন আগে স্মারকলিপি দিয়েছিল। তার ভিত্তিতে অবিলম্বে সাহায্য করার নির্দেশ দিয়েছেন মোদী। তিনি খরা মোকাবিলায় মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। খরা মোকাবিলায় এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন অখিলেশ।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য তাঁরা ১০,০০০ ট্যাঙ্কার কিনতে চান। সেই কারণেই কেন্দ্রের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছেন। শিলাবৃষ্টি ও ঝড় এবং খরার ফলে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। তাঁদের সাহায্য করার জন্য রাজ্য-কেন্দ্রকে একসঙ্গে কাজ করতে হবে।
কেন্দ্রের পাঠানো জল ভর্তি ট্রেন ফিরিয়ে দেওয়ার সাফাই হিসেবে অখিলেশ বলেছেন, বুন্দেলখণ্ডে জলের অভাব নেই। সেই কারণেই তাঁরা ওই ট্রেন ফিরিয়ে দিয়েছেন। যে গ্রামগুলিতে জল নেই সেখানে জল পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। ট্রেনে করে কি গ্রামে জল পাঠানো যাবে? পাল্টা প্রশ্ন তাঁর।
উত্তরপ্রদেশ সরকার খরা মোকাবিলায় ৭৮,০০০ জলাশয়ের পুনরুজ্জীবন এবং এক লক্ষ নতুন জলাশয় তৈরি করার পরিকল্পনা করেছে। মনরেগা ও প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনার অর্থেই এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকেও উত্তরপ্রদেশ সরকারকে আর্থিক সাহায্য করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কাছে রাজ্যে খরা মোকাবিলায় ১১ হাজার কোটি টাকা দাবি অখিলেশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 11:18 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -