১৪ বছরের কিশোরীকে দুবছর ধরে ধর্ষণ করে পালাল সৎ বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2018 03:02 PM (IST)
লখনউ: উন্নাও, এটা, এটাওয়া, সীতাপুরে একের পর এক ধর্ষণকাণ্ডের পর যখন উত্তরপ্রদেশের অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ, তখন ফের সামনে এল আরও এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা। এবার ঘটনাস্থল আলিগড়। ১৪ বছরের এক কিশোরীকে গত দুবছর ধরে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত কিশোরীর সৎ বাবা। সম্প্রতি ঘটনাটি প্রকাশ্যে আসে। তদন্তে নেমে পুলিশের হাতে বিভিন্ন তথ্য আসে। সেখানেই দেখা যায়, শুধু ধর্ষণ নয়, সেই নোংরা কাজটি ভিডিওয়ে রেকর্ড করেও রাখা হয়েছে। সেই রেকর্ড পরে মেয়েটিকে দেখিয়ে পুলিশে না জানানোর হুমকি পর্যন্ত দিত অভিযুক্ত ব্যক্তি। এখনও পর্যন্ত উন্নাওকাণ্ডের নির্যাতিতা বিচার পায়নি। এরমধ্যেই উত্তরপ্রদেশে ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা সামনে চলে এল। প্রশ্নের মুখে সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা, চাপে যোগী আদিত্যনাথ সরকার। শনিবার এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। রবিবার দায়ের হয় এফআইআর। এরপর থেকেই অভিযুক্ত পলাতক।