উত্তরপ্রদেশের হাসপাতালে অষ্টম শ্রেণি উত্তীর্ণকে ওটিতে অস্ত্রোপচার করতে দেখা যাওয়া নিয়ে চাঞ্চল্য!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2018 11:06 AM (IST)
শামলি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় অষ্টম শ্রেণি পাস ব্যক্তি উত্তরপ্রদেশের শামলির এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করছেন। শামলির আরিয়ান হাসপাতালের মালিক নরদেব সিংহ অষ্টম শ্রেণি পাশ। সেই হাসপাতালেরই ভেতরের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানেই দেখা যায় নরদেব অস্ত্রোপচার করছেন রোগীর। ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা কম্পাউন্ডার প্রথমে ওটিতে রোগীকে অ্যানেস্থেসিয়া দিলেন। তারপর নরদেব সিংহ অপারেশন শুরু করলেন। হাসপাতালের অ্যাক্টিং সিএমও বা চিফ মেডিক্যাল অফিসার অশোক হান্ডা জানিয়েছেন, বিভিন্ন রকম অনৈতিক কাজকর্মের জন্যে হাসপাতালটি আগে একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। ফের বিতর্কে চলে এল শামলির এই বেসরকারি হাসপাতাল। অনৈতিক কাজকর্মের জন্যে অতীতে তিনবার বন্ধ করে দেওয়া হলেও, রাজনৈতিক যোগাযোগের ফলে ফের খুলে যায় এই হাসপাতাল। পুরো ভিডিওটি শামলির সিএমওতে পাঠানো হয়েছে। রোগীর প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলার ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা হবে না বলে জানানো হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করে অভিযুক্তকে উপযুক্ত সাজা দেওয়া হবে বলেও বলা হয়েছে। সূত্রের খবর, গত একবছরে ওই হাসপাতালে মোট ২০ জন রোগীর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। পাঁচ রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন।