উত্তরপ্রদেশে বিষ মদের বলি ২৪, গ্রেফতার মূল অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2016 02:01 PM (IST)
এটা: উত্তরপ্রদেশে এটায় বিষ মদের বলি ২১। গ্রেফতার মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, নয়াগাঁও এলাকা থেকে শ্রীপাল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, উত্তরপ্রেদশের এটা জেলার লউখেরা গ্রামে শুক্রবার বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ। শনিবার রাতেই ১৪ জনের মৃত্যু হয়। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি এই ঘটনায় ৬ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। আজ মৃতের সংখ্যা বেড়ে হল ২১। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রেখে এটা-ফারুখবাদ সড়কে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।