নয়াদিল্লি: মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশেও নিষিদ্ধ হয়ে গেল পলিথিনের ব্যাগ এবং প্লাস্টিকের যাবতীয় দ্রব্য। আজ থেকেই জারি হল এই নিষেধাজ্ঞা। যোগী সরকার শীঘ্রই ৫০ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য আইন চালু করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এই আইন লঙ্ঘন করলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে।


উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বার্তা প্রকাশ করা হয়েছে। সেই বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ১৫ জুলাই থেকে কোনও জায়গাতেই প্লাস্টিক কাপ, গ্লাস ও পলিথিন ব্যবহার করা যাবে না। কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে বিষয়ে পরিকল্পনা তৈরি। সংশ্লিষ্ট দফতরগুলিকে যত দ্রুত সম্ভব ব্লুপ্রিন্ট জমা দিতে বলা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা যাতে ঠিকমতো কার্যকর হয়, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে।

এর আগেও উত্তরপ্রদেশে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু এই আইন ঠিকমতো কার্যকর হয়নি। ২০১৫-র ডিসেম্বরে অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য মন্ত্রিসভা ৪০ মাইক্রনের কম ঘনত্বের পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বিতরণ, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। কিন্তু ২০১৬-র জানুয়ারিতেই নয়ডা সহ বিভিন্ন জায়গায় এই নিষেধাজ্ঞা ব্যর্থ হয়। তবে এবার যোগী সরকার প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে চাইছে।