লখনউ: সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদের দোকান নিষিদ্ধ হওয়ার ফলে উত্তরপ্রদেশ সরকারের ৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এমনই জানিয়েছেন রাজ্যের আবগারি মন্ত্রী জয়প্রতাপ সিংহ। তাঁর বক্তব্য, ‘২০১৬-১৭ অর্থবর্ষে আমাদের ১৯,০০০ কোটি টাকা লাভ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আমরা ১৪,০০০ কোটি টাকা লাভ করতে পেরেছি। ফলে ৫,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।’


উত্তরপ্রদেশ সরকার আবগারি খাতে আয় বাড়ানোর লক্ষ্যে মদের দোকানগুলিতে নগদহীন লেনদেনের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন জয়প্রতাপ। তিনি আরও জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকা লাভ করাই তাঁদের লক্ষ্য। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ধর্মীয় স্থান ও হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা হবে না। যদি কেউ আপত্তি জানান, তাহলে আবাসিক কলোনিগুলি থেকেও সরিয়ে দেওয়া হবে মদের দোকান। কালোবাজারি এবং চুরি রুখতে আগামী বছরের ১৮ এপ্রিল নতুন আগবারি নীতি নিচ্ছে যোগী আদিত্যনাথ সরকার।

গত বছরের ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক নির্দেশে বলে, জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদ বিক্রি নিষিদ্ধ করতে হবে। এরপর এ বছরের ৩১ মার্চ সুপ্রিম কোর্ট ফের বলে, ১ এপ্রিলের মধ্যে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রি ও পরিবেশন করা যাবে না। তবে যে শহরগুলির জনসংখ্যা ২০,০০০ বা তার কম সেখানে জাতীয় ও রাজ্য সড়কের ২২০ মিটারের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ বলে জানায় আদালত। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর জেরে দুর্ঘটনা বাড়তে থাকায় এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় ৪২ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে।