প্রাকৃতিক কাজ সারতে মাঠে, ধর্ষণ কিশোরীকে
Web Desk, ABP Ananda | 15 Feb 2017 05:09 PM (IST)
মুজফফরনগর: গতকাল প্রাকৃতিক কাজ সারতে মাঠে গিয়েছিল ১৪ বছরের একটি মেয়ে। মুজফফরনগরের জোগীপুরা গ্রামের কাছের ওই মাঠে তাকে দুজন ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। এসআই মুনেশ শর্মা জানিয়েছেন, দুই দুষ্কৃতীর একজনকে শনাক্ত করা হয়েছে আসিফ নামে। দুজনকেই পুলিশ খুঁজছে। পাশাপাশি গত ১৯ ডিসেম্বর সেদপুরা গ্রামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে নবি আহমেদ ও নৌশাদ নামে দুজন যুবককে অভিযুক্ত করেছে পুলিশ। দুজনেই পলাতক। তারা ধর্ষণের দৃশ্য ভিডিও করে বলেও অভিযোগ। মেয়েটি গর্ভবতী হয়ে পড়ার পর ধর্ষণের বিষয়টি প্রকাশ হয়ে পড়ার পর অভিযোগ দায়ের করে তার পরিবার।