ঝাঁসি: কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে উত্তরপ্রদেশের দত্তক পুত্র বলে দাবি করেছেন। সে কথা তুলেই তাঁকে খোঁচা দিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। তাঁর দাবি, উত্তরপ্রদেশের মানুষ ঘরের মেয়েকেই জেতানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা দত্তক পুত্রকে জেতাবেন না।


এদিনের নির্বাচনী জনসভা থেকে মায়াবতী দাবি করেছেন, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের নামে সাধারণ মানুষের বোঝা বাড়িয়েছেন মোদী। নোট বাতিলের পর কত টাকা ব্যাঙ্কে জমা পড়েছে, সেই জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে। সারা দেশের মতোই উত্তরপ্রদেশের মানুষও কেন্দ্রে মোদী সরকারের প্রায় তিন বছরের কাজে বিরক্ত।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও এই সভা থেকে আক্রমণ করেছেন মায়াবতী। তাঁর দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অখিলেশই দায়ী। সপা সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের ভাই শিবপাল ইচ্ছাকৃতভাবে দলের ভোট কাটার কাজ করছেন।