নয়াদিল্লি: খুব সুন্দরী হওয়ারও কী জ্বালা! যেখানেই যান, তাঁকেই চেয়ে চেয়ে সবাই দেখে, হাঁ করে তাকিয়ে থাকে, তাঁর রূপের প্রশংসা করে, এটা সহ্য হয় না স্বামীর। এজন্য উঠতে বসতে তাঁকে কথা শোনান, খোঁটা দেন তিনি। আর সইতে না পেরে শেষে নিজের মুখটাই পুড়িয়ে দিলেন রেখা লোধী নামে ৩০ বছরের এক মহিলা।
উত্তরপ্রদেশের পিলিভিটের বাসিন্দা সুন্দরী রেখার রূপে, আকর্ষণে মোহিত স্বামীর বন্ধুবান্ধব, পরিচিতরা। যেখানেই যান, সবার নজর কেড়ে নেন রেখা। এটা পছন্দ নয় স্বামী নির্মল কুমারের। কেন কেউ তাঁর দিকে তাকায় না! তিনি ভাবেন, ও কেন এত সু্ন্দরী হল? আমি কেউ নই! রাগে, ঈর্ষায় জ্বলতে থাকেন। কটাক্ষ, টিটকিরি তো আছেই, প্রায়ই রেখাকে বাড়িতে আটকে রাখেন নির্মল। বাইরের কারও সঙ্গে কথা বলা, মেলামেশা চলবে না, ফতোয়াও দেন। মুখ বুজে মেনে নেন রেখা। তবে তাঁর সবচেয়ে বেশি কষ্ট হয়, যখন দেখেন, যাঁকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করতেন, সেই শ্বশুরও নির্মলকে তাঁর বিরুদ্ধে উসকে দিচ্ছেন। দিন দিন বাড়ে অত্যাচার। শেষ পর্যন্ত অব্যাহতি পেতে নিজের সুন্দর মুখটাকেই পুড়িয়ে ফেলার চরম সিদ্ধান্ত নেন রেখা।
ডাক্তাররা জানিয়েছেন, রেখার মুখের ২০-২৫ শতাংশ পুড়ে গিয়েছে। বিপদ কাটলেও মুখটা চিরকালের মতো বিকৃত হয়ে গিয়েছে।
কিন্তু এত কিছু ঘটে যাওয়া সত্ত্বেও স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে মুখে একটিও কথা নেই রেখার। স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে নারাজ তিনি। যদিও তাঁর মা চান, সুবিচার চাওয়া উচিত রেখার। স্বামীর ‘মানসিক অত্যাচারে’র বিরুদ্ধে তিনি সরব হোন।
‘খুব সুন্দরী’, ঈর্ষায় কটাক্ষ-বিদ্রূপ স্বামীর, মুখ পুড়িয়ে ফেললেন স্ত্রী!
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 09:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -