লখনউ: সামনেই মেয়ের বিয়ে। ২৩ ফেব্রুয়ারি তাই ব্যাঙ্ক থেকে সারা জীবনের সঞ্চয় ২০,০০০ টাকা তুলে বাড়ি ফিরছিলেন উত্তরপ্রদেশের বেরিলির দিনমজুর নূরজাহান। কিন্তু বিনা মেঘে বজ্রপাত। আকাশ থেকে নেমে এল এক ঈগল, ছোঁ মেরে নূরজাহানের হাত থেকে কেড়ে নিয়ে গেল টাকার পুঁটলি।

হতাশায় ভেঙে পড়া নূরজাহান ভেবেছিলেন, মেয়ের বিয়েটা আর হলই না। একটা ঈগল আচমকা এমন শত্রুতা করবে কে জানত! কিন্তু মানুষের ভাগ্য কতভাবে না খোলে! আমেরিকার বাসিন্দা জনৈক উসমান খানের চোখে পড়ে ঈগলের এই টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর। সেকেন্ড হ্যান্ড গাড়ির কারবারি উসমান উত্তরপ্রদেশ পুলিশের মাধ্যমে নূরজাহানের সঙ্গে যোগাযোগ করেন। আর পাঠিয়ে দেন ৫০০ ডলার ভারতীয় মুদ্রায় যা ৩৩,০০০ টাকা।

ব্যস, আর কী! আগামীকাল মেয়ের বিয়ে। নূরজাহান মহা আনন্দে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।