বিয়ে হয়েছে কয়েকমাস, লকডাউনে বাপের বাড়ি আটকে পড়া বউ ফিরতে নারাজ, থানায় স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 08:39 AM (IST)
করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। এরইমধ্যে স্ত্রী বাড়ি আসতে অস্বীকার করায় পুলিশের দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের সম্ভলের এক ব্যক্তি। ওই মহিলা আমরোহায় বাবা-মার বাড়িতে রয়েছেন। কয়েকমাস আগে তাঁদের বিয়ে হয়েছে।
বরেলি: করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। এরইমধ্যে স্ত্রী বাড়ি আসতে অস্বীকার করায় পুলিশের দ্বারস্থ হলেন উত্তরপ্রদেশের সম্ভলের এক ব্যক্তি। ওই মহিলা আমরোহায় বাবা-মার বাড়িতে রয়েছেন। কয়েকমাস আগে তাঁদের বিয়ে হয়েছে।
বিয়ের কয়েক সপ্তাহ পর বাবার বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। এরপর তাঁর স্বামী বাড়িতে ফেরার কথা বললেও লকডাউনের কারণ দেখিয়ে মহিলা রাজি হননি।
এজন্য গত শুক্রবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলার স্বামী। কিন্তু পুলিশের ওই মহিলার কথাই যুক্তিসঙ্গত মনে হয়েছে এবং তাঁর স্বামীকে লকডাউন ওঠা পর্যন্ত অপেক্ষা করতে বলেছে পুলিশ।
জানা গেছে, মাস দুয়েক আগে ওই মহিলা আরমোহ জেলায় বাবার বাড়িতে গিয়েছিলেন। লকডাউনের কারণে তিনি এরপর স্বামীর বাড়িতে ফিরতে পারেননি। স্বামী টেলিফোন করে তাঁকে চলে আসতে বলেন। জবাবে তিনি জানান যে, এই অবস্থায় পুলিশ তো যাতায়াতের অনুমতিই দেবে না। তখন তাঁর স্বামী অরেঞ্জ পাসের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কিন্তু ওই মহিলা ওই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি বলেন, এই সময় অন্য কোথাও যাওয়ার মতো ঝুঁকি নিতে পারবেন না। কারণ, এতে তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে যেতে পারেন।
ওই ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের সাহায্যেও স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ওই মহিলা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশকে জানান, তাঁর মা অসুস্থ, যত্নআত্তির প্রয়োজন।
পুলিশ অবশ্য এই যুক্তিতে কর্ণপাত করেনি। তারা ওই ব্যক্তি লকডাউন উঠে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -