নয়াদিল্লি: পাকিস্তানের যে আইনজীবী কূলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে লড়ছেন, ২০০৪ সালে এক মামলায় তাঁকেই দেশের স্বার্থরক্ষায় নিয়োগ করেছিল ইউপিএ সরকার। বিজেপি আজ এই অভিযোগ করেছে।
এনরন মামলায় এই পাক আইনজীবী খাওয়ার কুরেসিকেই কংগ্রেস নিয়োগ করে বলে অভিযোগ করেছেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। তাঁর দাবি, কংগ্রেসকে জানাতেই হবে, কী করে এমন একটি সংবেদনশীল মামলায় পাকিস্তান থেকে আইনজীবী আনল তারা।
বিজেপির দাবি, দাভোল বিদ্যুৎ কেন্দ্র মামলায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার তাদের আইনি দল বদলে ফেলে। কেন এটা করার দরকার পড়ল জানতে চেয়েছে তারা। কূলভূষণ মামলায় ভারতের হয়ে লড়ছেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। কংগ্রেস কেন গোটা দেশে একজনও যোগ্য আইনজীবী খুঁজে পেল না, প্রশ্ন তাদের।
বিজেপির বক্তব্য, শেষ কয়েক বছরে দেখা গিয়েছে, কংগ্রেস কথা বলছে পাকিস্তানের গলায়। এমনকী সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতেও পাক সুরে সুর মিলিয়েছে তারা।
কূলভূষণ মামলা লড়া পাক আইনজীবীকেই ২০০৪ সালে নিয়োগ করে ইউপিএ, অভিযোগ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2017 07:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -