নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বিশেষ সিবিআই আদালতে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব দোষী সাব্যস্ত হওয়ার পরেই কংগ্রেসকে কটাক্ষ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, ‘ইউপিএ দুর্নীতির জোটসঙ্গী।’

আজ রায় ঘোষণার পর লালু ও আরজেডি-র অন্যান্য নেতারা বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন নাড্ডা। তিনি বলেছেন, ‘লালুপ্রসাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়ে গিয়েছে। আদালত রায় দিয়েছে। এর মধ্যে বিজেপি কোথা থেকে এল? যখন এই ঘটনাগুলি ঘটেছিল, তখন কংগ্রেস ও লালুপ্রসাদের দলের জোট ছিল। এই জোট তিন বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, একের পর এক মামলা বেরিয়ে আসছে। আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিচ্ছে। এটাই তাঁদের কৃতকর্মের হয়ে কথা বলছে।’

সম্প্রতি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়াও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর তিন বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত। কোড়া যখন মুখ্যমন্ত্রী হন, তখন কংগ্রেসের সঙ্গে তাঁর জোট ছিল। সে কথা উল্লেখ করেও দুর্নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।