দেহরাদুন ও তিরুঅনন্তপুরম: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার চুক্তি নিয়ে পূর্বতন ইউপিএ সরকারকে ফের আক্রমণ শানাল মোদী সরকার। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, চপার-কাণ্ডে কে ঘুষ নিয়েছে তা খোলসা করুক ইউপিএ।


এদিন পর্রীকর বলেন, মূল প্রশ্ন হল অগুস্তা কাণ্ডে কে টাকা নিয়েছে। চুক্তির সময় যাঁরা মাথায় ছিলেন, তাঁরা জবাবদিহি করতে বাধ্য। তিনি যোগ করেন, যে ইতালীয় আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ১২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। আদালত কয়েকটি নামও জানিয়েছে। ফলে, সেইসময় কেন্দ্রে যারা ছিল, তাদের জবাব দিতে হবে।

ভিভিআইপি-দের যাত্রার জন্য ৩,৬০০ কোটি টাকার বিনিময়ে অগুস্তা-ওয়েস্টল্যান্ড চপার কেনার সিদ্ধান্ত নেয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। কিন্তু, এই চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠায় ২০১৩ সালে তা স্থগিত হয়ে যায়। এই কাণ্ডে ইতালিতে গ্রেফতার করা হয় অগুস্তার মূল সংস্থা ফিনমেকানিকা-র শীর্ষ কর্তা জিউসিপ্পি ওর্সিকে।

শুধু পর্রীকর নন, চপার-কাণ্ডে ইউপিএ-কে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। এদিন তিরুঅনন্তপুরমে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে জানিয়ে দেন, ইউপিএ আমলে কখনওই অগুস্তাকে কালো-তালিকাভুক্ত করা হয়নি। সম্প্রতি, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি দাবি করেন, যে অগুস্তাকে ইউপিএ ব্ল্যাকলিস্ট করেছিল, তাকে সেই তালিকা থেকে মুক্ত করে মোদী সরকার।

এদিন সেই অভিযোগকে পত্রপাঠ খারিজ করে নাম না করে অ্যান্টনিকে কটাক্ষ করে জেটলি বলেন, ওই দাবি কারও মনের কল্পনা মাত্র। জেটলির পাল্টা দাবি, ঘুষের বিনিময়েই ওই চুক্তির বরাত দেওয়া হয়েছিল।