নয়াদিল্লি: ফেব্রুয়ারির ৮ তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন। একদিনই হবে ভোটগ্রহণ। ভোটগণনা হবে ১১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে উন্নয়নকেই সেরা সম্পদ হিসাবে দেখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই সাংবাদিক বৈঠকে দিল্লির ভোটারদের উদ্দেশে কেজরীবালের আবেদন, ‘যদি মনে করেন আমরা কাজ করেছি, তবেই ভোট দিন। আপানারা যদি মনে করেন কাজ করতে পেরেছি, তবেই ক্ষমতায় থেকে যাওয়ার যোগ্য মনে করব।’

সেই সঙ্গে আম আদমি পার্টির প্রধান বলেছেন, ‘মনে হয় না কোনও মুখ্যমন্ত্রী কাজের মূল্যায়ণ করে ভোট দেওয়ার জন্য কখনও আবেদন করেছেন বলে।’ কেজরীবাল আগেই ট্যুইট করে জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে উন্নয়নই তাঁর সবচেয়ে বড় ভোটব্যাঙ্ক হতে চলেছে। জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সকলের জন্য কাজ করেছেন। কোনও পক্ষপাতমূলক আচরণ করেননি। কেজরীবাল বলেছেন, ‘স্কুল আর শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটিয়েছি। হাসপাতালের উন্নয়ন করেছি। তাতে সকলেই উপকৃত হবেন।’

পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন কেজরীবাল। বলেছেন, ‘রবিবার দিল্লিতে অমিত শাহর বক্তৃতা শুনে হতাশ হলাম। আমি ভেবেছিলাম আমাদের কাজ নিয়ে কথা বলবেন, কোথায় খামতি রয়েছে বলবেন। তা না করে উনি আমাকে নিয়ে নোংরা কথা বলে গেলেন।’

পাশাপাশি কেজরীবাল জানিয়েছেন, তিনি দরজায় দরজায় গিয়ে প্রচার সারবেন। বিরোধীদের কাছেও যাবেন। এমনকী, বিজেপি ও কংগ্রেসের কাছে দলের ইস্তাহার তৈরি নিয়ে পরামর্শ চাইবেন।