নয়াদিল্লি: হিন্দু দেবদেবী সম্পর্কে রাজ্যসভায় বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন সমাজবাদী পার্টি নেতা নরেশ অগ্রবাল। দেশব্যাপী 'ক্রমবর্ধমান গণপিটুনি ও সংখ্যালঘু, দলিত নিগ্রহ' প্রসঙ্গে সংক্ষিপ্ত মেয়াদের আলোচনায় ওই মন্তব্য করেন তিনি। শাসক দলের সাংসদরা হইহই করে ওঠেন। তাঁদের অভিযোগ, উনি সংখ্যাগুরুর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এটা মানুষ পেটানোর মতোই ব্যাপার। দুবার সভা মুলতুবি রাখতে হয় শোরগোলের জেরে। ওনাকে ক্ষমা চাইতে হবে।

ফের সভা বসলে অগ্রবাল তিনি কাউকে আঘাত করতে চাননি বলে দাবি করেন। বলেন, কেউ আহত বোধ করে থাকলে আমিও দুঃখ প্রকাশ করছি।

পরে ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন অগ্রবালের ওই বিতর্কিত মন্তব্য সভার কার্যবিবরণী থেকে বাদ দিতে বলেন। মিডিয়াকেও বারণ করে দেন তা যেন সম্প্রচার করা না হয়।

অগ্রবালের মন্তব্যে তীব্র উষ্মা প্রকাশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা সভার নেতা অরুণ জেটলি বলেন, উনি প্রতিটি হিন্দু দেবতার সঙ্গে অ্যালকোহলের ব্র্যান্ডের নাম জুড়েছেন। এটা সভার বাইরে বললে বিচারের মুখে পড়তে হত। নিজের মন্তব্যের কী প্রতিক্রিয়া হতে পারে, সেটা উনি বুঝতে পারেননি। দেবদেবী সম্পর্কে এসব বলার সাহস কোথা থেকে পেলেন? সংসদীয় বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, উনি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আঘাত দিতে পারেন না। উনি ক্ষমা চান। শাসক শিবিরের সদস্যরা এক সুরে বলতে থাকেন, অগ্রবালকে ক্ষমা চাইতে হবে। দেবদেবীদের অপমান সইব না।