নয়াদিল্লি: ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই এক এক করে কৃতীদের সম্পর্কিত বিভিন্ন অণুপ্রেরনামূলক কাহিনী প্রকাশিত হচ্ছে। তেমনই একজন হলেন দিল্লির তরুণী সৌম্য শর্মা।


নাঙ্গলোই এলাকার বাসিন্দা সৌম্য সদ্য প্রকাশিত ২০১৭ সালের সিএসই পরীক্ষায় নবম স্থান দখল করেছেন। দিল্লি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের স্নাতক সৌম্যর কানে শোনার কিছু সমস্যা রয়েছে।


কিন্তু, সেই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। এই পরীক্ষার জন্য এক বছর ধরে কঠোর পরিশ্রম শুরু করেন সৌম্য। কোনও কোচিং নয়, কোনও টিউশন নয়। সৌম্য এই পরীক্ষায় একেবারে নিজের অধ্যাবশা দিয়ে বাজিমাত করেছেন।


জানা গিয়েছে, মেইন পরীক্ষার সময় ১০৩ জ্বরে কাবু ছিলেন এই তরুণী। সেই নিয়েই তিনি পরীক্ষায় বসেন। সবচেয়ে বড় কথা, নিজের শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, সৌম্য ফর্মে সাধারণ শ্রেণি উল্লেখ করেন। নবম স্থান দখল করেছেন সেই সাধারণ শ্রেণিতেই।


সৌম্যর বাবা-মা যথাক্রমে অশোক শর্মা ও লীনা শর্মা পেশায় চিকিৎসক। দিল্লির পশ্চিম বিহারের একটি স্কুল থেকে প্রাথমিক শিক্ষালাভ করেন সৌম্য। পরীক্ষার প্রস্তুতিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য এক বছর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে, গুগল করেছেন। সেটাও, প্রস্তুতির অঙ্গ হিসেবে।