থানে: ৬ বছর ধরে কলেজেরই এক সহপাঠিনীর সঙ্গে প্রেম করছিলেন মহারাষ্ট্রের থানের উল্লাসনগরের বাসিন্দা হানি অশ্বিনী। কিন্তু কিছুদিন হল, বনছিল না দু’জনের। সম্পর্কটা ভেঙে যায়। তারপর দু’জনেরই অন্য দু’জায়গায় বিয়ে ঠিক হয়।
তারপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বছর ছাব্বিশের হানি। শেষমেষ ২১ মে ফের দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। সেখানেও ঝগড়া হয় দু’জনের। বিকেলবেলা বাড়ি ফিরে এসে হানি ঘরের সিলিং থেকে ঝুলে পড়েন। মৃত্যুর আগে প্রেমিকাকে ভিডিও কল করে বলেন, তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। তারপর নিজের মৃত্যুর লাইভ স্ট্রিম করে যান।
রাতে তাঁর বাবা বাড়ি ফিরে আবিষ্কার করেন ছেলের মৃতদেহ।
প্রথমে পুলিশ ভেবেছিল, কোনওভাবে দুর্ঘটনার জেরে ঘটেছে মৃত্যু। কিন্তু বাড়ির লোক হানির ফোনে তাঁর শেষ করা ওই ভিডিও কল খুঁজে বার করেন। তার ভিত্তিতে পুলিশে অভিযোগ করেন তাঁরা।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মেয়েটির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রেমে ব্যর্থ, থানেতে প্রাক্তন প্রেমিকাকে লাইভ স্ট্রিম করে যুবকের আত্মহত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2017 02:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -