নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে উরি শহরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করল সব রাজনৈতিক দলগুলি।


এদিনের হামলায় ১৭ জন জওয়ান শহিদ হয়েছেন। এই ঘটনায় গভীর মর্মাহত ও বিষন্ন প্রধান বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। দলের তরফে এক বিবৃতির মাধ্যমে হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে সনিয়া বলেছেন, জঙ্গি হামলার মাধ্যমে জাতীয় বিবেকবোধের ওপর গুরুতর আঘাত হানা হয়েছে। সনিয়ার আশা, এদিনের হামলাকারী এবং তার নেপথ্যে যারা রয়েছে, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

https://twitter.com/OfficeOfRG/status/777388200335507456

হামলার নিন্দা করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও। ট্যুইটারে তিনি জানিয়েছেন, উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। হামলায় বীর শহিদদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।

https://twitter.com/ahmedpatel/status/777395245927456768

https://twitter.com/rssurjewala/status/777400444217942016

হামলার নিন্দা সোচ্চার হয়েছে বামেরাও। সিপিএম সাধার সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, পাকিস্তানের উচিত অবিলম্বে সীমান্তপার থেকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করা।

বিষয়টি নিয়ে ইসলামাবাদের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার দাবিও তোলেন তিনি। এদিনের হামলার প্রসঙ্গে, তিনি কেন্দ্রকেও কাঠগড়ায় তুলতে ভোলেননি। ইয়েচুরি বলেন, কেন্দ্রের ব্যর্থতার জন্যই আজ এতজনের প্রাণ গেল।

তিনি মনে করেন, জঙ্গি হামলার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান হবে না। তা হতে পারে একমাত্র সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার মাধ্যমেই।

হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, এই হামলার ফলে, রাজ্যে ফের অশান্তির আবহাওয়া তৈরি হবে। ফের, গোটা রাজ্য যুদ্ধকালীন পরিস্থিতির আওতায় চলে যাবে।

তিনি যোগ করেন, ভারত-পাক শত্রুতার জেরে গত ৬ দশক ধরে বলি হচ্ছেন নিরীহ কাশ্মীরিরা। হামলায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

হামলার শোকপ্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও।

https://twitter.com/USAmbIndia/status/777435080641748993