মুম্বই: গোটা দেশের মত বলিউডও উরি সন্ত্রাসের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করল। বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী টুইটারে এই হামলাকে ধিক্কার জানিয়েছেন, সমবেদনা জানিয়েছেন হতাহত সেনাকর্মীদের পরিবারবর্গকে। #উরিঅ্যাটাক কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ড করতে থাকে, বলিউড তারকারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেন।

শাহরুখ খান, আমিশা পটেল, এষা গুপ্ত, মধুর ভাণ্ডারকরের মত পরিচিত মুখ উরি হামলার বিরুদ্ধে টুইটারে উগরে দেন তাঁদের ক্ষোভ।