নয়াদিল্লি: উরির সেনাঘাঁটিতে গত বছরের জঙ্গি হামলায় জড়িত সন্দেহে ফয়সল হুসেন আওয়ান ও আহসান খুরশিদ নামে যে দুই পাকিস্তানি যুবককে এনআইএ গ্রেফতার করেছিল, তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হল বুধবার।
সেনার জম্মুর ১৬ কোরের সদর দপ্তরের হাতে ওদের তুলে দেওয়া হয়েছে, ওদের পাকিস্তানে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান এনআইএ-র এক মুখপাত্র। তিনি জানান, এনআইএ-র তদন্তে উঠে এসেছে যে, পড়াশোনার চাপে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল দুজনে।
মুখপাত্রটি বলেন, বিবৃতি মারফত পাওয়া তথ্যপ্রমাণ, ওদের মোবাইল ফোনের টেকনিক্যাল বিশ্লেষণ, জিপিএস সংক্রান্ত তথ্যপ্রমাণ, এনআইএ-র সংগ্রহ করা পারিপার্শ্বিক নথি খতিয়ে দেখে উরির হামলাকারীদের সঙ্গে ওই দুজনের যোগাযোগ প্রমাণিত হয়নি।
গোড়ায় ভাবা হয়েছিল, হামলাকারীদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিল ওরা।
গত বছরের ১৮ সেপ্টেম্বর চার সশস্ত্র হামলাকারী উরির সেনাঘাঁটিতে ঢুকে তাণ্ডব চালায়। ১৯ জন ভারতীয় জওয়ান হামলার বলি হন। জখম হন কয়েকজন।
রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার গ্রহণ করে এনআইএ।
ভারতে ঢুকতে গিয়ে উরির গাভালতা গ্রামে আঙ্গুর ফাঁড়িতে বিএসএফ, সেনার যৌথ অভিযানে ধরা পড়ে ওই দুজন।