নয়াদিল্লি: উরি হামলার পরপরই তাদের হুঁশিয়ারি ছিল, ভারত আক্রমণ করলে ফল ভাল হবে না, তাদের কাছে পরমাণু বোমা আছে। আর এবার ঘটনার ২৪ ঘণ্টা পর পাকিস্তান দাবি করল, উরিতে সেনাছাউনিতে জঙ্গি হামলায় তাদের হাতই ছিল না, ভারত বানিয়ে বানিয়ে গালগল্প করছে।

পাক বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, ভারত সরকার ও সেনা কর্তৃপক্ষ ‘ভিত্তিহীন’ বিবৃতি দিচ্ছে। ওই বিবৃতি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অসত্য’ বলে দাবি করেছে তারা।

উরি হামলার পরেই ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, পাকিস্তানই ঘটিয়েছে গোটা ঘটনা। হামলায় যুক্ত জৈশ ই মহম্মদের ঘাঁটি পাকিস্তানে। তাদের নেতা মাসুদ আজহার পাক সেনা ও আইএসআইয়ের চোখের মণি। উরি সন্ত্রাসে যুক্ত জঙ্গিদের অস্ত্রশস্ত্রেও পাকিস্তানের ছাপ মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই হামলা যারা ঘটিয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে। সোমবার প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জনগণকে নিশ্চিন্ত থাকার আশ্বাস দিয়ে বলেছেন, মুখের মত জবাব দেওয়া হবে অপরাধীদের।

এই পরিস্থিতিতে উরির দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তাদের দাবি, ভারতের বিবৃতি, কাশ্মীরে মানবাধিকার সংক্রান্ত যে ‘সংকটজনক’ পরিস্থিতি তৈরি হয়েছে, তার থেকে নজর ঘোরানোর জন্য মরিয়া চেষ্টা ছাড়া কিছু নয়।

হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে দীর্ঘ অশান্তির জন্য পাকিস্তানকে দায়ী করেছে দিল্লি। কেন্দ্রের বক্তব্য, সীমান্তপারের সরাসরি উসকানিতেই উপত্যকার আগুন কিছুতেই নিভছে না।