নয়াদিল্লি: ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আবদুল বসিতকে তলব করে উরির সেনাঘাঁটির হামলায় তাঁর দেশ থেকে লুকিয়ে চুরিয়ে আসা সন্ত্রাসবাদীদের জড়িত থাকার নথি, তথ্যপ্রমাণ তুলে দিলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। শুধু তথ্যপ্রমাণ দেওয়াই নয়, পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া, তার পৃষ্ঠপোষকতা থেকে বিরত থাকে, বুধবার সে কথাও পাক হাই কমিশনারকে জানিয়ে দিয়েছেন তিনি।


সেনা ঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে নিহত জঙ্গিদের কাছ থেকে মেলা জিপিএস ঘেঁটে পাওয়া তথ্য বসিতকে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার কোন পয়েন্ট থেকে কখন তারা এ দেশে ঢুকেছিল, কোন পথ দিয়ে তারা হামলার স্থলে পৌঁছয়, সেই তথ্যও তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের ছাপ্পা মারা গ্রেনেডের অংশও বসিতকে দিয়েছেন জয়শঙ্কর। উরি হামলায় পাকিস্তানি যোগসাজশের এহেন নথি-প্রমাণ দিয়ে তিনি তাঁকে বলেছেন, পাকিস্তান সরকার সীমান্ত পেরিয়ে চালানো এ ধরনের সন্ত্রাসবাদী আগ্রাসনের তদন্ত করতে চাইলে উরি ও পুঞ্চের ঘটনায় সামিল নিহত জঙ্গিদের আঙুলের ছাপ, ডিএনএ নমুনাও তুলে দিতে প্রস্তুত ভারত।

জয়শঙ্কর বসিতের কাছে দাবি করেন, উরির সাম্প্রতিকতম সন্ত্রাসবাদী হামলায় এটাই স্পষ্ট যে,  পাকিস্তানে  সন্ত্রাসবাদের পরিকাঠামো অটুট রয়েছে। পাকিস্তান প্রকাশ্যে কথা দিয়েছিল, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে না, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাও করবে না। এবার সেই প্রতিশ্রুতি পালন করতে হবে।  তিনি বসিতকে এও মনে করিয়ে দেন,   ২০০৪-এর জানুয়ারিতেই  পাক সরকার তাদের ভূখণ্ডকে ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ, এ কথা বুঝিয়ে দিয়ে বসিতকে জয়শঙ্কর বলেন, বারংবার সেই প্রতিশ্রুতি লঙ্ঘিত হচ্ছে। এটা গভীর উদ্বেগের বিষয়।

এক বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, পঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে হামলা দিয়ে শুরু। এ বছরে বারবার সশস্ত্র জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে হামলা চালানোর চেষ্টা করেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ধরনের ১৭টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে, যার জেরে ৩১ জন জঙ্গি খতম হয়েছে। এসবই বিদেশ সচিব বসিতকে জানিয়েছেন।

ঘটনাচক্রে, উরি হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের হেপাজত থেকে জিপিএসের তথ্য ছাড়াও কমিউনিকেশন ম্যাট্রিক্স শিট, পাকিস্তানে তৈরি খাবার, ওষুধপত্র, জামাকাপড় সহ বিভিন্ন জিনিসপত্র জোগাড় করা হয়েছে। সবই দেখানো হয়েছে বসিতকে। সাংবাদিকদের জয়শঙ্কর বলেন, এবার পাকিস্তান কোনও জবাব দেবে, সেই অপেক্ষায়ই রয়েছি।

গতকালই জয়শঙ্কর এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও সামরিক কার্যকলাপ সংক্রান্ত ডিরেক্টর জেনারেল (ডিজিএমও) উপস্থিত ছিলেন। সেখানে উরির হামলার স্থল থেকে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার করা যাবতীয় নথি, তথ্যপ্রমাণ বিদেশমন্ত্রকের অফিসারদের দেখানো হয়।