নয়াদিল্লি: উরির জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ আরও স্পষ্ট হয়ে গেল!পাক অধিকৃত কাশ্মীরের পীর চানা সাই এলাকার এক জঙ্গি শিবির থেকে ভারতে ঢুকেছিল চার জইশ জঙ্গি। জেরায় জানাল তাদের দুই গাইড। ধৃত দু’জনের নাম ফয়সল হুসেন আওয়ান এবং এহেসান খুরশিদ। দু’জনেই পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের বাসিন্দা।
দু’জনকে গ্রেফতারের পর জম্মুতে আদালতে পেশ করা হয়। তারপর তাদের নিজেদের হেফাজতে নেয় এনআইএ। এরপর দিল্লিতে এনে শুরু হয় জেরা। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দু’জনেই স্বীকার করেছে, তারা চার জইশ জঙ্গিকে উরি হামলায় সাহায্য করেছিল।
উরি হামলা: জঙ্গিরা এসেছিল পাক অধিকৃত কাশ্মীরের শিবির থেকে, জেরায় স্বীকারোক্তি ধৃত দুই গাইডের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Sep 2016 11:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -