নয়াদিল্লি: উরি সন্ত্রাসের দু’সপ্তাহ পর সেখানে সেনা ব্রিগেডের দায়িত্বে থাকা কম্যান্ডারকে সরিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সংশ্লিষ্ট কম্যান্ডারের নাম ব্রিগেডিয়ার কে সোমাশঙ্কর। উরি সন্ত্রাসের তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে, কাজে যোগ দিতে পারবেন না তিনি।


প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সেনার ২৮, মাউন্টেন ডিভিশনের এক অফিসার উরি ব্রিগেডের দায়িত্ব নিচ্ছেন। সেনা আধিকারিকরা এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

১৮ সেপ্টেম্বরের শেষ রাতে নিয়ন্ত্রণরেখা টপকে উরি সেনাছাউনিতে ঢুকে পড়ে ঘুমন্ত জওয়ানদের ওপর হামলা চালায় ৪ জৈশ ই মহম্মদ জঙ্গি। তাঁবুতে আগুন লাগায় ও জঙ্গিদের গুলিবৃষ্টিতে ১৯জন সেনাকর্মীর মৃত্যু হয়। সেনার পাল্টা জবাবে খতম হয় হামলা চালানো ৪ জঙ্গি।