কোঝিকোড়: ১৭টা অনুপ্রবেশের চেষ্টা নিরাপত্তারক্ষীরা রুখে দিয়েছিলেন। সেই হতাশা থেকে উরি সেনাছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। কিন্তু চূড়ান্ত জয় হবে ভারতেরই। কেরলের কোঝিকোড়ে বিজেপির ন্যাশনাল কাউন্সিলে উদ্বোধনী বক্তৃতায় দলীয় সভাপতি অমিত শাহ এ কথা বললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থানকে সমর্থন করে শাহও বলেছেন, উরির আততায়ীদের শাস্তি দেওয়া হবেই। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকে মুখের মত জবাব দেওয়ার জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ।

অমিত শাহ বলেছেন, উরি হামলার প্রেক্ষিতে গোটা দেশের ক্রোধ ভালই বুঝতে পারছে বিজেপি। এ ধরনের সন্ত্রাসবাদকে কঠোর জবাব দেওয়া হবে। গত ৮ মাসে ১১৭জন জঙ্গি নিকেশ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। যেভাবে মোদী সরকার পাকিস্তানকে কূটনৈতিকভাবে কোণঠাসা করার নীতি নিয়েছে তা সমর্থন করেছেন তিনি। তাঁর কথায়, পাকিস্তান ভারতের ওপর দীর্ঘস্থায়ী যুদ্ধ চাপিয়ে দিয়েছে। উরিতেই এই যুদ্ধ শেষ হবে না। কিন্তু চূড়ান্ত জয় হবে ভারতের।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী মোদীও পাকিস্তানকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, ভারত উরি সন্ত্রাস ভুলবে না।