শ্রীনগর: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় আজ এফআইআর দায়ের করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ। গত রবিবার ঘটনার দিনই এ ব্যাপারে মামলা দায়ের করেছিল পুলিশ। তদন্তভার হাতে নিয়ে এনআইএ উরির সেনা ছাউনিতে থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে।

হামলাকারী জইশ-ই-মহম্মদের চার জঙ্গিদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ছাড়াও দুটি মোবাইল সেট  ও দুটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) উদ্ধার করা হয়েছে। সরকারি সূত্রের খবর, এনআইএ-র গোয়েন্দারা নিহত চার অজ্ঞাত পরিচয় জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রহ করবে। তাদের ছবি জম্মু ও কাশ্মীর সহ দেশের বিভিন্ন জেলে বন্দী জইশ ক্যাডারদের দেখানো হবে। চারজনের মধ্যে দুজনের দেহ কোমরের নিচ থেকে ঝলসে গিয়েছে।

সূত্রের খবর, উদ্ধার হওয়া দুটি জিপিএসের মধ্যে একটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য জিপিএসটি টেকনিক্যাল বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে জঙ্গিরা কোন পথ ধরে উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল তা জানার চেষ্টা হচ্ছে। এছাড়াও স্থানীয় কেউ তাদের সাহায্য করেছিল কিনা, তাও জানার চেষ্টা চলছে।

জঙ্গিরা কোন পথ বেছে নিয়েছিল এবং কীভাবে এবং কখন তারা এলাকায় ঢুকেছিল তা জানতে জিপিএস সেট দুটি ফরেনসিক পরীক্ষার জন্য আমেরিকায় পাঠাতে পারে এনআইএ।

যে জায়গায় হামলা চালানো হয়েছিল, তা নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে।
সূত্রের খবর, মৃত চার জঙ্গির পরিচয় জানার পর এনআইএ দল একটি ডসিয়ার তৈরি করবে এবং পাকিস্তানের কাছে সরকারিভাবে অনুরোধ জানাবে।

উরি হামলার তদন্ত শুরু করেছে সেনাও। সেনার প্রাথমিক তদন্তে জানা গেছে, জঙ্গিরা হামলা চালানোর অন্তত একদিন আগে এই এলাকায় ঢুকেছিল। সেনার তদন্তে নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হবে।