যোধপুর: বায়ুসেনা ঘাঁটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট 'তেজস' চালালেন মার্কিন বায়ুসেনা প্রধান চিফ অব স্টাফ জেনারেল ডেভিড এল গোল্ডফিন। প্রতিরক্ষা সংক্রান্ত অফিসাররা জানান, উড়ানের সময় তাঁর সহযোগী পাইলটের আসনে ছিলেন এয়ার ভাইস মার্শাল এ পি সিংহ। গতকাল সরকারি সফরে ভারতে এসেছেন জেনারেল গোল্ডফিন। তিনি বায়ুসেনা কর্মী, পাইলটদের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় বায়ুসেনার এক কর্তা বলেন, ভারত ও মার্কিন বায়ুসেনার পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়ার প্রতিফলন এই সফর। দুটি বাহিনীই দুনিয়ার সর্বসেরা বলে স্বীকৃত।
ভারত ও আমেরিকার বায়ুসেনার 'দৃঢ় সম্পর্কে'র ওপর জোর দেন জেনারেল গোল্ডফিন। নিজের ট্যুইটার, ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমাদের দুই বিমানবাহিনীর সম্পর্ক শক্তিশালী করে তোলার আশায় রয়েছি।
প্রসঙ্গত, তেজস-এর প্রথম স্কোয়াড্রনটি বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছে ২০১৬-র জুলাইয়ে।