নয়াদিল্লি: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনার নিন্দা আমেরিকার। মার্কিন রাষ্ট্রদূতের অফিসিয়াল ট্যুইটার পোস্টে লেখা হয়েছে, অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনার নিন্দা করছিষ যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলাই নিন্দার। আক্রান্ত ও নিহতদের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানাই।






উল্লেখ্যস আমেরিকা কেনেথ আই জাস্টারকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। তবে তিনি এখনও দায়িত্ব গ্রহণ করেননি।

গতকাল রাত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৯ জন।

যে বাসটিতে হামলা চালানো হয় সেটি গুজরাতের। বালতাল থেকে জম্মু যাওয়ার পথে হামলার ঘটনা ঘটে।

অমরনাথ যাত্রা কনভয়ের অংশ ছিল না বাসটি। ওই এলাকায় তীর্থযাত্রীদের বাসের যাতায়াতের জন্য সাতটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে নিরাপত্তা আধিকারিকরা। ওই বাসটি নির্ধারিত সময়ের পরেও চলছিল।

গতকালের হামলার পরিপ্রেক্ষিতে অনন্তনাগ ও গান্ধেরবাল জেলার পহলগাম ও বালতাল বেস ক্যাম্পগামী সড়কগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।