ওয়াশিংটন: অভিবাসন নিযেধাজ্ঞায় ফের ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। নিম্ন আদালতের রায়কে স্থগিত করার সরকারি আবেদন খারিজ করল উচ্চ আদালত।


খবরে প্রকাশ, সাত দেশের শরণার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ওপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি স্থগিত করে সম্প্রতি রায় দিয়েছিল মার্কিন নিম্ন আদালত।


সেই রায়ের বিরুদ্ধে সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট অফ আপিল্-এ আবেদন জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু, সেখানেও ধাক্কা খেতে হল মার্কিন প্রেসিডেন্টকে।


আপিল আদালত এদিন জানিয়ে দেয়, নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করা হচ্ছে। অর্থাৎ, এখন আগের মতোই, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ওই সাত দেশের বাসিন্দারা।