নয়াদিল্লি: ৪ লক্ষ থেকে ৯ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন ডোনাল্ড ট্রাম্প! এমনই দাবি করেছেন এক ভারতীয় জ্যোতিষ।
শঙ্কর চরণ ত্রিপাঠী নামের এই জ্যোতিষ বিভিন্ন তিথি-নক্ষত্র বিবেচনা করে ট্রাম্পের ক্ষমতা ধরে রাখার পক্ষে সওয়াল করেছেন। যদিও তাঁর মতে ভোটে কারচুপির অভিযোগও সঙ্গী হবে ট্রাম্পের। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রকাশ করা ছক ও ভবিষ্যদ্বাণী এখন ভাইরাল।
ট্রাম্প ভোটে জয়ের কথা বললেও জনপ্রিয়তার ভিত্তিতে জো বিডেন তাঁকে টেক্কা দেবেন বলেও জানিয়েছেন ওই জ্যোতিষ। তাঁর মতে, বিডেন জনপ্রিয়তায় ভর করে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিলেও ক্ষমতা ছিনিয়ে নিতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, ট্রাম্পের ভাগ্য। তা নাকি এই মুহূর্তে দারুণ ভালো।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটগণণার মাঝেই ভাইরাল হওয়া এই ভবিষ্যদ্বাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চাও। আপাতত দেখার তাঁর দাবী আদৌ কতটা ঠিক প্রমাণিত হয়। জনৈক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অবশ্য বলেছেন, ২০১৬ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন শঙ্কর চরণ ত্রিপাঠী।
৪ লক্ষ ভোটে জিতবেন ট্রাম্প, দাবি ভারতীয় জ্যোতিষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2020 11:22 AM (IST)
বিডেন জনপ্রিয়তায় ভর করে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিলেও ক্ষমতা ছিনিয়ে নিতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, ট্রাম্পের ভাগ্য।
সৌজন্য- ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -