ওয়াশিংটন ও নয়াদিল্লি: সিকিম সেক্টরে ভারত-চিন সীমান্ত সংক্রান্ত অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। শান্তি বজায় রাখতে সমাধান সূত্র বের করতে দুটি দেশকে উদ্যোগ গ্রহণের আর্জিও জানিয়েছে আমেরিকা।

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ের্ট একটি প্রশ্নের উত্তরে বলেছেন, ভারত ও চিন আলোচনার মাধ্যমে শান্তির লক্ষ্যে কোনও ব্যবস্থা গ্রহণ করবে বলেই তাঁদের বিশ্বাস।

অস্ট্রেলিয়াও ডোকা লা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছে। সে দেশের সফররত বিদেশমন্ত্রী জুলিয়া বিশপের সঙ্গে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিশপ বলেছেন, আমরা মনে করি, এটি দীর্ঘদিনের বকেয়া ইস্যু। আলোচনার মাধ্যেই সমস্যার সমাধান করতে হবে। সীমান্ত বিতর্ক ও আঞ্চলিক বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া।

বিশপ আরও বলেছেন, উত্তেজনার পারদ আরও চড়ুক, এমনটা চায় না অস্ট্রেলিয়া।