নয়াদিল্লি: কাসেম সোলেমানির হত্যার বদলা, ইরাকে মিসাইল হামলা ইরানের। নিশানা করা হল দুটি সেনাঘাঁটি। হতাহত ও ক্ষয়ক্ষয়তির খতিয়ান নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি ইরান ও আমেরিকার পারষ্পরিক সম্পর্কের উত্তাপ যেমন বাড়িয়েছে তেমনই ধাক্কা দিয়েছে বাণিজ্যেও। ইরান-আমেরিকা ‘যুদ্ধ’ পরিস্থিতিতে ভারতীয় বাজারে ধস। বাজার খুলতেই সেনসেক্সে ধাক্কা। ইরানে ইরাকের হামলায় সেনসেক্স পড়ল ৪০০ পয়েন্ট। ডলারের তুলনায় পড়ল টাকার দামও। নিফটি ঘোরাফেরা করছে ১২ হাজারে।


এল অ্যান্ড টি ব্যাঙ্ক সেনসেক্সের পতনের প্রভাব সর্বাধিক। স্খলন হয়েছে ১.৪৭ শতাংশ। তাছাড়াও প্রভাব পড়েছে কোটাক ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক ও টাইটানের ওপর। অন্যদিকে মহিন্দ্রা, আল্ট্রা টেক সিমেন্ট, বজাজ অটো, রিলায়েন্সের মতো সংস্থায় এখনও পর্যন্ত সবুজ সংকেতই রয়েছে।


ইরানের হামলার পর তার প্রভাব পড়েছে হংকং, টোকিও-তেও। প্রভাব পড়েছে ওয়ালস্ট্রিটেও।