আমেদাবাদ: ভারতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া ও মেয়ে-জামাই ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনার। আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান অবতরণ করে। স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরেই গুজরাতি নৃত্যের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এখান থেকে স্ত্রী-মেয়ে-জামাইকে নিয়ে ট্রাম্প পৌঁছন সবরমতী আশ্রমে। সেখানে মহাত্মা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তারপর গাঁধী যেখানে বসে চরকা কাটতেন, সেখানেই বসে সস্ত্রীক চরকা কাটারও চেষ্টা করেন ট্রাম্প। আশ্রমের প্রতিনিধিরা তাঁকে দেখিয়ে দেন, কীভাবে চরকা কাটতে হয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও মহাত্মা গাঁধীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই চরকা।



আশ্রমের ভিজিটর্স বুকে স্বাক্ষরও করেন সস্ত্রীক ট্রাম্প। ভিজিটার্স বুকে লেখেন, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদি, এই চমত্কার সফরের জন্য ধন্যবাদ।
গুজরাতে এসে মোদির সঙ্গে রোড শো-তে যোগ দেন ট্রাম্প। আমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার পথজুড়ে চলে এই রোড শো। এই রোড শো-এর মধ্যেই সবরমতী আশ্রমে আসেন ট্রাম্প।



বিমানবন্দর থেকে সবরমতী আশ্রমের রাস্তার দু ধার দুই দেশের পতাকা এবং মোদি ও ট্রাম্পের ছবি নিয়ে সাজানো ছিল।

সবরমতী আশ্রম থেকে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট। এখানেই নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের। এই অনুষ্ঠান শেষে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট যাবেন আগ্রায় তাজমহল দর্শনে। সেখানে ঘণ্টা খানেক কাটিয়ে তার পর চলে যাবেন দিল্লিতে।