নয়াদিল্লি: ভারত হল তাদের ‘প্রধান সামরিক অংশীদার’। মঙ্গলবার ফের একবার এই কথা জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
বর্তমানে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ সচিব এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন।
পরে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সন্ত্রাস মোকাবিলা থেকে শুরু করে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতাবস্থার প্রসারে কীভাবে দুই দেশ একযোগে কাজ করতে পারে, বৈঠকে সেই নিয়ে বিভিন্ন মত বিনিময় হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে আফগানিস্তান, পশ্চিম এশিয়া ও উত্তর কোরিয়ার সার্বিক পরিস্থিতি নিয়েও মোদীর সঙ্গে আলোচনা করেন ম্যাকমাস্টার। মার্কিন দূতাবাস থেকেও একটি বিবৃতি পেশ করা হয়। সেখানে বলা হয়েছে, আমেরিকা আবারও জানাচ্ছে যে. ভারতই হল তাদের অন্যতম প্রধান সামরিক অংশীদার।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ভারতকে এই স্বীকৃতি দিয়েছিল ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা প্রশাসন। টেলিফোনে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথোপকথনের অংশবিশেষ তুলে ধরেন মোদী। জানান, দুজনই দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।
ভারতে আসার আগে পাকিস্তানে গিয়েছিলেন ম্যাকমাস্টার। সেখানে তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই নেতার আলোচনায় ভারত-পাক সম্পর্কের বিষয়টি উঠে আসে।
তবে কূটনৈতিক মহলের মতে, ম্যাকমাস্টারের এই সফরের নেপথ্যে অন্য কারণও রয়েছে। সম্প্রতি, সিরিয়া ও আফগানিস্তানে বোমাবর্ষণ করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এরপরই, রাশিয়া সহ বহু দেশ এই হামলাকে ‘দাদাগিরি’ বলে উল্লেখ করে আমেরিকার সমালোচনায় সোচ্চার হয়। এখন, এই ইস্যুতে ভারতকে পাশে পেতে তৎপর হয়েছে ওয়াশিংটন।