নয়াদিল্লি: সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতে সমর্থন জানাল আমেরিকা। উরির হামলায় ভারতের পাশে থাকার বার্তা দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। উরি হামলা নিয়ে তিনি আমেরিকার উদ্বেগের কথা দোভালকে জানান। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর এই প্রথম মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দোভালের সঙ্গে কথা বললেন। তিনি জানিয়েছেন, উরি হামলার পর জঙ্গিদমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সুসান বলেছেন, ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার কঠোর নিন্দা করছে আমেরিকা। তিনি নিহত জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জ যে সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং তাদের শাখা সংগঠনগুলির বিরুদ্ধে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
প্রাইস বলেছেন, সুসান জানিয়েছেন যে, সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরাল করবে ওবামা প্রশাসন। সন্ত্রাসের চক্রীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওবামা প্রশাসনের প্রতিশ্রুতির কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা।
আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার বিষয়টিও নিয়েও সুসান দোভালের সঙ্গে আলোচনা করেন। একইসঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা আরও জোরাল করার বার্তাও দিয়েছেন সুসান।
জঙ্গি দমনে পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, দোভালকে জানালেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা
ABP Ananda, web desk
Updated at:
29 Sep 2016 10:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -