সুসান বলেছেন, ১৮ সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার কঠোর নিন্দা করছে আমেরিকা। তিনি নিহত জওয়ানদের পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জ যে সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং তাদের শাখা সংগঠনগুলির বিরুদ্ধে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা।
প্রাইস বলেছেন, সুসান জানিয়েছেন যে, সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও জোরাল করবে ওবামা প্রশাসন। সন্ত্রাসের চক্রীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষেত্রে ওবামা প্রশাসনের প্রতিশ্রুতির কথা পুনরায় জোর দিয়ে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা।
আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার বিষয়টিও নিয়েও সুসান দোভালের সঙ্গে আলোচনা করেন। একইসঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা আরও জোরাল করার বার্তাও দিয়েছেন সুসান।