তিরুঅনন্তপুরম: কেরল-এর এটিএমে হাইটেক পদ্ধতির ব্যবহার করে লক্ষাধিক টাকার ডাকাতির অভিযোগ। পুলিশের সন্দেহ এই ডাকাতির পিছনে রয়েছে তিন বিদেশী। ঘটনায় এখনও পর্যন্ত এক রোমানিয় যুবককে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে।
কেরলের যে এটিএম থেকে ডাকাতির ঘটনাটি ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তিন বিদেশী। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুজনকে গ্রেফতার করতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার ভাবনাচিন্তা করছে কেরল পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তরা ওই এটিএম-এ ঢুকে একটি বৈদ্যুতিন যন্ত্র বসিয়ে দেয়। সেখানে প্রত্যেক ব্যবহারকারী যাঁরা যাঁরা এটিএম-এ ঢুকেছেন তাঁদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য উঠে যায়। এরসঙ্গে তাঁদের এটিএম কার্ডের পিন নম্বরও। তারপর সেই সমস্ত তথ্য দিয়ে বানানো হয় নকল এটিএম কার্ড। তারপর দিল্লি এবং মুম্বইয়ের বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে তোলা হয় লক্ষাধিক টাকা।
সোমবার প্রায় ২২ জন ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন, তাঁদের কাছে মেসেজ এসেছে, তাঁরা বিরাট অঙ্কের টাকা তুলেছেন ব্যাঙ্ক থেকে। এভাবে প্রায় সাড়ে চার লক্ষ টাকা তুলে নেয় ওই দুষ্কৃতী দলটি।
আপাতত কেরল পুলিশ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্যে জানার চেষ্টা করছেন, কীভাবে ওই দুষ্কৃতী দলটি বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যায়। এছাড়াও পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনায় আরও অন্য কেউ যুক্ত আছে কিনা।
পর্যটক ভিসায় ভারতে এসে হাইটেক এটিএম-ডাকাতি, গ্রেফতার রোমানিয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 07:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -