নয়াদিল্লি: উত্তরপ্রদেশে উৎকল এক্সপ্রেসের বেলাইন হওয়ার ঘটনার অব্যবহিত ২৪-ঘণ্টার মধ্যে শীর্ষ আধিকারিকদের ওপর খাঁড়া নামাল রেল।
রবিবার উচ্চপর্যায়ের বৈঠকের পর অবিলম্বে ছুটিতে পাঠানো হয়েছে উত্তর রেলের জেনারেল ম্যানেজার আর এন কুলশ্রেষ্ঠকে। একইভাবে ছুটিতে পাঠানো হয়েছে দিল্লি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং মেম্বার ইঞ্জিনিয়ারিং (রেল বোর্ড)-কে।
অন্যদিকে, উত্তর রেলের প্রধান ট্র্যাক ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। এছাড়া সাসপেন্ড করা হয়েছে এক অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, এক সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার, এক জুনিয়র ইঞ্জিনিয়ার ও ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারকে।