নয়াদিল্লি: দীর্ঘদিন ভুগছিলেন হাঁপানিতে। সেই কষ্ট সহ্য করতে না পেরে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের সামলি জেলার এক বাসিন্দা। দেহ উদ্ধার হওয়ার পর এমনই জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। ঝিনঝনা থানা এলাকায় পিনডোরা গ্রামের বাসিন্দা ছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ। সময় দীন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন। চিকিৎসা চললেও অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। পুলিশের অনুমান হাঁপানির কষ্ট আর সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। শনিবার সন্ধেয় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে পিস্তল দিয়ে নিজেকে গুলি করেন তিনি।
ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পিস্তলটি। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি। তবে বৃদ্ধের মৃত্যু আত্মহত্যা নাকি তাঁকে কেউ খুন করেছে সেই বিষয়টি তা তদন্ত করে দেখছে পুলিশ। তাঁকে কেউ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে চাইছে পুলিশ। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঝিনঝনা থানা।
হাঁপানির কষ্ট সহ্য করতে না পেরে গুলি করে আত্মঘাতী এক বৃদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2020 09:15 PM (IST)
ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় পিস্তলটি।
SONY DSC
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -