নয়ডা: দিল্লির পাশে, উত্তর প্রদেশের নয়ডা এক্সটেনশনের শাহবেরি গ্রামে দুটি বহুতল ধসে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর এসেছে। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গ্রেটার নয়ডা অথরিটির ৩ অফিসারকে সাসপেন্ড করেছেন। এঁরা হলেন প্রোজেক্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ওএসডি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, গ্রেফতার হয়েছেন ৪ জন। এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলদুটি গঠিত হচ্ছিল অবৈধভাবে, কোনও নকশা পাশ ছাড়াই। সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুনগুলিও পালন করা হয়নি। আজ ভোরে ধ্বংসস্তুপ থেকে বার করা হয়েছে দেড় বছরের একটি মেয়ের লাশ।

উদ্ধারকারীরা ইট পাটকেল সরিয়ে প্রাণের খোঁজ করছেন। তবে সংশ্লিষ্ট আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অন্তত ৫০ জন চাপা পড়ে রয়েছেন ইট পাটকেলের স্তুপে।

যে শাহবেরি গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানেই বছরকয়েক আগে জমি অধিগ্রহণের বিরুদ্ধে বড়সড় কৃষক আন্দোলন হয়। তাতে অবশ্য বহুতল নির্মাণ থেমে থাকেনি। ১৭ তারিখ রাত নটা নাগাদ শাহবেরি গ্রামে একটি অপেক্ষাকৃত পুরনো বহুতল ধসে পড়ে। এটিতেই ১০-১২টি পরিবার থাকছিল। অন্য ধসে পড়া বহুতলটি ছিল নির্মীয়মাণ, শ্রমিকরা কাজ করছিলেন সেখানে।

শাহবেরি গ্রামে কৃষক আন্দোলনের জেরে এখানে জমি অধিগ্রহণ রদ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বহু নির্মাতাকে তাঁদের প্রকল্প বন্ধ করতে হয়, অনেকে কাজ গুটিয়ে পাড়ি দেন অন্যত্র। আবার বেশ কয়েকজন বেসরকারি নির্মাতা কৃষকদের জমির বিনিময়ে বাড়ি তৈরি করে দেন। সেই সব ফ্ল্যাটে খারাপ গুণমানের মালমশলা ব্যবহার করা হয় বলে অভিযোগ।