মুজ্জফরনগর: উত্তরপ্রদেশের মুজ্জফরনগর থেকে সন্দেহভাজন এক বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করল সেখনাকার সন্ত্রাস দমন শাখার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মুজ্জফরনগর এটিএস আজ এক তল্লাশি অভিযান চালায়। তারপরই গ্রেফতার করা হয় আবদুল্লা নামের ওই সন্দেহভাজন জঙ্গিকে। আবদুল্লা আনসারউল্লা বাংলা টিম (এবিটি)-র সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে সন্ত্রাস দমন শাখার আইজি অসীম অরুণ জানিয়েছেন, মুজ্জফরনগরের ছাড়থাওয়ালের কুতেসারা এলাকা থেকে গ্রেফতার করা হয় আবদুল্লাকে। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে সাহারনপুরের দেওবান্দ এলাকায় থাকত আবদুল্লা। গত মাসেই সে এই এলাকায় চলে আসে। পুলিশের দাবি, আবদুল্লা জাল পরিচয় পত্র ব্যবহার করে আধার কার্ড ও পাসপোর্টও বানিয়ে ফেলেছিল।
আবদুল্লা মূলত বাংলাদেশ থেকে এদেশে আসা জঙ্গিদের জাল পাসপোর্ট, পরিচয়পত্র বানিয়ে দিতে সাহায্য করত। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করাও ছিল আবদুল্লার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আনসারউল্লা বাংলা টিম হল বাংলাদেশের একটি জঙ্গি সংঘঠন। আল কায়দার ভাবনায় অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই জঙ্গি সংগঠনটি। আবদুল্লার গ্রেফতারির পর মুজ্জফরনগর, সাহরানপুরের সন্ত্রাস দমন শাখার পুলিশ যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরপ্রদেশের মুজ্জফরনগর থেকে গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2017 12:32 PM (IST)
ছবি সৌজন্যে এএনআই, টুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -