মুজাফফরনগর: উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলের জেলা মুজাফ্ফরনগরে একটি দলিত যুবককে লাঠি দিয়ে মারধর, কটূক্তি, গালিগালাজ। ওই দলিত যুবককে 'জয় মাতা দি' বলতেও বাধ্য করা হয়। হামলাকারী তিন ব্যক্তি।
গত রবিবারের ওই নিগ্রহের ঘটনা ক্যামেরাবন্দী করে চতুর্থ হামলাকারী। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করে অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে।
পুলিশ আক্রান্ত যুবককে চিহ্নিত করেছেন। ২৭ বছরের ওই যুবক মুজফ্ফরনগরের বাসিন্দা। সিনিয়র পুলিশ সুপার অনন্ত দেও জানিয়েছেন, পুরকাজি থানায় কঠোর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
দেও জানিয়েছেন, পুলিশ আক্রান্ত যুবক ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলছে। অভিযুক্তরা ওই এলাকারই তিন-চারজনকে শনাক্ত করা গিয়েছে।
ভিডিও ক্লিপটিতে কালো হেলমেট পরে এক ব্যাক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। তাঁকে মারধর করছে, লাথি মারছে তিন ব্যক্তি। চতুর্থজন ভিডিও তুলছে। আক্রান্ত যুবককে হাতজোড় করে ক্ষমা করে দেওয়ার আর্জি জানাতেও দেখা গিয়েছে। কিন্তু মারধর তো থামেইনি। বরং তাঁকে 'জয় মাতা দি' বলতে বলা হয়।
ক্লিপটিতে এক হামলাকারীকে অন্য ব্যক্তিকে ভিডিওতে তুলে তা ভাইরাল করে দেওয়ার কথা বলতে শোনা যায়। হামলাকারীদের মধ্যে একজন ওই আক্রান্ত যুবককে বলে, 'আমরা তোমাদের অম্বেডকরের সমালোচনা করি না, করি কি? তাহলে তোমরা আমাদের সমালোচনা কর কেন?'
শহরের পুলিশ সুপার ওমবীর সিংহ বলেছেন, অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। তাদের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
তদন্তের সঙ্গে যুক্ত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'এক মাসের আগের একটি ঘটনার প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটেছে। তখনও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টেপ ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিও টেপে দেবদেবীকে উপহাস করা হয়েছিল'।
উত্তরপ্রদেশ: দলিত যুবককে মারধর, বাধ্য করা হল 'জয় মাতা দি' বলতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2018 07:46 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -