বদলির প্রতিবাদে ৬৫ কিমি দৌড় পুলিশ কর্মীর! মাঝ পথেই সংজ্ঞা হারিয়ে ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2019 08:24 PM (IST)
উত্তরপ্রদেশে এক আজব ঘটনা। এটাওয়াতে বদলিতে নারাজ এক পুলিশ কর্মী প্রতিবাদ হিসেবে ৬৫ কিলোমিটার দৌড় শুরু করেন। ওই পুলিশ কর্মীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তাঁকে বদলি করা হয়েছে এবং এর প্রতিবাদেই তিনি ৬৫ কিমি পথ দৌড়বেন ।
নয়াদিল্লি : উত্তরপ্রদেশে এক আজব ঘটনা। এটাওয়াতে বদলিতে নারাজ এক পুলিশ কর্মী প্রতিবাদ হিসেবে ৬৫ কিলোমিটার দৌড় শুরু করেন। ওই পুলিশ কর্মীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তাঁকে বদলি করা হয়েছে এবং এর প্রতিবাদেই তিনি ৬৫ কিমি পথ দৌড়বেন । কিন্তু কিছুদূর যাওয়ার পরই রাস্তাতেই বেহুঁশ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদসংস্থা জানিয়েছে, এই পুলিশ কর্মীর নাম বিজয় প্রতাপ। তিনি পুলিশ লাইনে মোতায়েন ছিলেন।সেখান থেকে তাঁকে বিঠোলি থানায় বদলি করা হয়। এর প্রতিবাদে বিজয় প্রতাপ পুলিশ লাইন থেকে বিঠোলি থানা পর্যন্ত দৌড়তে শুরু করেন। কিন্তু দৌড়তে দৌড়তে রাস্তাতেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সাব ইন্সপেক্টর বিজয় প্রতাপ বলেছেন, আরআই (রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ)-এর একনায়কতন্ত্রের কারনেই তাঁর বদলি হয়েছে। তাঁর দাবি, এসএসপি তাঁকে পুলিশ লাইনের থাকতে বলেছিলেন।কিন্তু আরআই তাঁকে জোর করে বিঠোলি থানাতে বদলি করেছে। বিজয় প্রতার বলেছেন, রাগ বলুন বা অসন্তোষ, আমি দৌড়ে বিঠোলি থানা যাওয়ার সিদ্ধান্ত নিই। এই ঘটনায় রাজ্যের পুলিশ মহলে বেশ আলোড়ন তৈরি হয়েছে। এখন পুরো ঘটনায় কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গিয়েছে।