বালিয়া: অ্যান্টি রোমিও স্কোয়াড ও তাদের কার্যকলাপ নিয়ে যাবতীয় হইচইয়ের মধ্যেই উত্তরপ্রদেশের বালিয়ায় খুন হয়ে গেল এক কিশোরী ছাত্রী। ফলে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

মৃত ছাত্রীর নাম রাগিণী দুবে। মঙ্গলবার বোনের সঙ্গে স্কুল যাচ্ছিল সে। পথে কয়েকজন ইভটিজার তাকে হেনস্থা করে, তারপর বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতেও থামেনি তারা। নির্দয়ভাবে ওই কিশোরীকে গলা কেটে হত্যা করে। অভিযুক্তরা যে সে নয়, ওই গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে ও তার জনাকয়েক সাগরেদ। মৃত মেয়েটির পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তদের পরিবার লাগাতার হুমকি দিচ্ছে তাদের।

ঘটনা হল, এই যুবকদের অত্যাচারে মেয়েটি স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিল। পরে ওই গ্রাম প্রধানই তাকে বলে, ছেলেদের সে বুঝিয়ে দেবে, স্কুলে যেতে আর কোনও সমস্যা হবে না। প্রধানের কথায় আশ্বস্ত মেয়েটি স্কুলে যাওয়া শুরুও করে। তারপর মঙ্গলবার এই ঘটনা।

খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু পঞ্চায়েত প্রধান এখনও জেলের বাইরে।